Best Quote by Lord Krishna / ভগবান শ্রীকৃষ্ণর বিশেষ কিছু উক্তি যেগুলি বাস্তবের সঙ্গে জড়িত.........

                                               



সংসারের সমস্ত স্থানে ব্যবসা ব্যাপ্ত হয় ।
কিছু পাওয়ার জন্য কিছু দিতে হয় ।
আর লাভ পেতে হলে .......
 সেই স্থানে প্রবেশ করতে হয় ।

এবার দেখুন না ....
**যদি কারো মনের ভাব জানতে চান......
 তাহলে নিজের মনের ভাবনা ব্যক্ত করতেই হয় ।

**যদি কারো বাস্তবিক আচরণ জানতে চান.....
তাহলে তাকে স্বতন্ত্রতা দিতে হয় ।

**যদি কারো মনের শুদ্ধতা জানতে চান..... তাহলে তাকে ধার অথবা ঋণ  দিতে হয় ।

**যদি কারো গুন জানতে চান.....
 তাহলে তার সাথে খাবার সময় দিতে হয় ।

**যদি কারো ধৈর্য জানতে চান .....
তাকে তার প্রিয় কার্য করতে বাধা দিয়ে দেখতে হয় ।

**যদি কারো বিষয়ে ভালো জানতে চান..... তাহলে তার কাছে পরামর্শ নিতে হয় ।

প্রত্যেক ভাব এর পরিবর্তে অন্য কোন ভাব দিতেই হয় ।

কিন্তু.....
 সংসারে একমাত্র একটি ভাব আছে যেটা দেখার জন্য ....পাওয়ার জন্য ....পরিবর্তে 
আপনাকে সেই ভাবটিই প্রদান করতে হয় ।

আর সেই ভাবটি হলো *প্রেম* ।

যদি কারো প্রেম দেখতে চান তাহলে..... তাকে নিঃসার্থ  প্রেম দিন ।
যদি কারো থেকে প্রেম পেতে চান.....
 তাকে নিঃসার্থ, পরিশুদ্ধ প্রেম করুন ।

আর প্রেমের সাথে বলুন .......
                                        ** রাধে ..... রাধে **





Comments

Post a Comment

Popular posts from this blog

Vikings : (1+2+3+4+5+6) all season Download in Hindi dubbed & English language in 480P & 720 P & 1080P

US Election Results : Joe Biden becomes the 46th President of USA .......

Altered Carbon : ( one of the best Sci-fi / Action web series in Netflix ) , Season 1& 2 , Web-Series Basic Story Explain and Summary ........