Best Quote by Lord Krishna / ভগবান শ্রীকৃষ্ণর বিশেষ কিছু উক্তি যেগুলি বাস্তবের সঙ্গে জড়িত.........

                                         



স্বভিমান , অভিমান , অহংকার : যদি এই শব্দগুলিকে দেখেন তাহলে মনে হবে শব্দগুলি ভিন্ন প্রকার ।
কিন্তু এই প্রত্যেক শব্দের মূল আধার হলো স্বভিমান ।

যদি কথা বলা হয় .....
 আপনার সংস্কৃতির , আপনার সম্বন্ধের  - তাহলে অভিমান হওয়াটাই শ্রেষ্ঠ ।

যদি কথা বলা হয় .....
 আপনার ব্যক্তিত্বের , আপনার আদর্শের , আপনার বিচারধারার  উপর - তাহলে স্বভিমান হওয়া টা একটি গুণ ।

এবার  যদি এটা বলা হয় যে :-
** আমি এই কাজটি বীনা কারো সাহায্য ছাড়াই করতে পারব - তাহলে এটি স্বভিমান ।
                                       ..... আর এটা উচিত ।

** আমি এই কাজটি কারো সাহায্য ছাড়াই করে ফেললাম - এটি হলো অভিমান ।
                                     .....আর এটাও উচিত ।

কিন্তু .....
** এই কাজটি কেবল এবং কেবল আমি করতে পারব আর কেউ পারবেনা - এটাই অহংকার ।

তাই শব্দের ভিন্নতা এবং তার ভাবকে বোঝার চেষ্টা করুন । জীবন উপভোগ করার একটি নতুন নির্দেশ বা পথ পেয়ে যাবেন ।

আর মনকে প্রশ্ন করে বলবেন .......
                                             ** রাধে...রাধে**



   

Comments

Post a Comment

Popular posts from this blog

Vikings : (1+2+3+4+5+6) all season Download in Hindi dubbed & English language in 480P & 720 P & 1080P

US Election Results : Joe Biden becomes the 46th President of USA .......

Altered Carbon : ( one of the best Sci-fi / Action web series in Netflix ) , Season 1& 2 , Web-Series Basic Story Explain and Summary ........